জামালপুরের ইসলামপুরে নিখোঁজের একদিন পর একটি কার্লভার্টের নিচ থেকে সমজউদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার তমেজ প্রধানের ছেলে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ইসলামপুর বাইপাস সড়কের টিএন্ডটি অফিস সংলগ্ন কার্লভার্টের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের কন্যা মারিয়া আক্তার মিম জানান, “সোমবার সন্ধ্যায় বাবা ইসলামপুর মর্ডান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে থেরাপি নিতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করার পর সকালে বাবার মরদেহ উদ্ধারের খবর পাই।”
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :