AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা



চট্টগ্রামে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল, শুক্রবার বিকাল ৪টায় লালদীঘি মাঠে। এই উপলক্ষে তিন দিনের বৈশাখী মেলা শুরু হবে ২৪ এপ্রিল, বৃহস্পতিবার থেকে।

মেলার আয়োজন ঘিরে এবার আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে কোনো স্টল বসানো যাবে না বলে পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বলীখেলার মূল পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। বিজয়ী বলীদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রধান বিচারক হাফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, গ্রামীণফোনের রিজিওনাল হেড মোহাম্মদ মোরশেদ আহমেদ, সাবেক কাউন্সিলর ইসমাইল বালী প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, "ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা, লালদীঘি চত্বরকে তার নামে নামকরণ, বলীখেলা চর্চার একাডেমি প্রতিষ্ঠা, তাঁকে স্বাধীনতা পুরস্কার প্রদানের উদ্যোগ এবং ইউনেস্কোর স্বীকৃতি পেতে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বলীখেলা এবং বৈশাখী মেলা প্রতি বছর বিপুল মানুষের আগ্রহ ও অংশগ্রহণে উৎসবে পরিণত হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!