AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় মামা হত্যার ঘটনায় প্রধান আসামি ভাগিনা গ্রেফতার


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৪:২৯ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

কেন্দুয়ায় মামা হত্যার ঘটনায় প্রধান আসামি ভাগিনা গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাগিনা ও তার স্ত্রীর মারধরে মামা কাঞ্চন মিয়া (৬৫) নিহত হওয়ার মামলার প্রধান আসামি মাজাহারুল ইসলাম (২১)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাজাহারুল উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সোমবার (২১ এপ্রিল) নরসিংদীর পাঁচদোনা চৈতাবাত এলাকায় ড্রিম হলিডে পার্কের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাজাহারুল ও তার স্ত্রী প্রায়ই তার মায়ের সঙ্গে ঝগড়া করতেন। এতে বিরক্ত হয়ে মা বিষয়টি তার ভাই কাঞ্চন মিয়াকে জানান।

গত ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে, কাঞ্চন মিয়া বোনের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে ভাগিনা মাজাহারুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাজাহারুল ও তার স্ত্রী মিলে কাঞ্চন মিয়াকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!