মাগুরার শ্রীপুরে রাজনৈতিক দ্বন্দ্ব ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিন ও অপর সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের মধ্যে দীর্ঘদিন ধরে নেতৃত্ব ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে রেজাউল করিম গ্রুপের লোকজন আব্বাস উদ্দিনের সমর্থক একজন আওয়ামী লীগ কর্মীকে মারধর করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
মঙ্গলবার ভোরে আব্বাস উদ্দিন গ্রুপের নেতৃত্বে হরিন্দী, মদনপুর, সারঙ্গদিয়া ও মুজদিয়া এলাকা থেকে শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ শ্রীপুর গ্রামে এসে রেজাউল করিম গ্রুপের উপর হামলা চালায়।
এর জবাবে রেজাউল করিমের নেতৃত্বে শ্রীপুর, চন্দ্রপাড়া, হোগলডাঙ্গা, গোয়ালপাড়া ও খড়িবাড়িয়া গ্রাম থেকে শতাধিক সমর্থক এসে প্রতিরোধ গড়ে তোলে। উভয় গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন: জাহিদুল ইসলাম (৪২), সেলিম মোল্লা (৪০), রশিদ মোল্লা (৪৫), দুলাল বিশ্বাস (৪৫), সামছুল মোল্লা (৪০), আলেক বিশ্বাস (৫৭), ওয়াসিম মোল্লা (৩৮), মামুন মিয়া (৪০), আকাশ (৩৮), মিরাজ (৪২), আবু মুসা (১৪), মনিরুল শেখ (৪৫) প্রমুখ। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে, ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :