বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “অটিজম আক্রান্ত ব্যক্তিরা আমাদের মতই মানুষ। তারা সমাজের বোঝা নয়। তাদের মাঝে অসাধারণ প্রতিভা থাকতে পারে। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো ও তাদের সক্ষমতা বিকাশে সহায়তা করা।”
তিনি আরও বলেন, “সূর্যের যেমন তাপ না থাকলে তার মূল্য নেই, সাগরের যেমন ঢেউ না থাকলে সৌন্দর্য নেই, চিতার যেমন ক্ষিপ্রতা না থাকলে তা ভয়হীন—তেমনি মানবতাহীন মানবজীবনেরও কোন মূল্য নেই।”
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। এতে অংশ নেন—
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী
সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অটিজম পরিবার ও সচেতন নাগরিকরা।
র্যালি শেষে জেলা প্রশাসক প্রাঙ্গণে ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজ হাতে উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার তুলে দেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন— “বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের পাশে দাঁড়াতে হবে। তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুললেই তারা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :