বাগেরহাটের শরণখোলায় মায়ের সঙ্গে অভিমান করে ইয়ামনি (১২) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ইয়ামনি সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদারের মেয়ে এবং রায়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় মায়ের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমানে ইয়ামনি চালের মধ্যে রাখা বিষাক্ত ট্যাবলেট (গুদামজাত খাদ্যদ্রব্যে ব্যবহৃত ট্যাবলেট) খেয়ে ফেলে।
পরে রুমে ছটফট করতে করতে ‘বাঁচাও বাঁচাও’ বলে কান্না শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, “চালের মধ্যে সংরক্ষণে ব্যবহৃত বিষ ট্যাবলেটে উচ্চমাত্রার অ্যালুমিনিয়াম থাকে, যা শরীরে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং জীবনহানি ঘটায়। এ ধরনের ট্যাবলেট ব্যবহারে পরিবারগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, “এ ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :