নরসিংদীতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ছাত্রলীগের সাবেক নেতা আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলোকবালী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত আমির হোসেন সরকার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই বিদেশ থেকে আসায় তাকে দেখতে নিজ এলাকায় যান আমির সরকার। তখন পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে মাঠের মধ্যে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :