কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) একটি টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, চরচিলমারী বিওপি সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে শূন্যরেখা থেকে ১০ গজ বাংলাদেশের ভেতরে খারিজাথাক মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করেন নায়েক শাহজালালের নেতৃত্বাধীন বিজিবি টহল দল। এ সময় রপন মন্ডল (৪২) নামে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক রপন মন্ডল মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে।
৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, “উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ১ কেজি ৩৪০ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।”
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :