AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, ঝালকাঠি থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার



ফরিদপুরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, ঝালকাঠি থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একইসঙ্গে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকা থেকে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে বোয়ালমারীর শেখর ইউনিয়নের শেখর গ্রামে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি ছিনতাই করা হয়। পরে চালক মো. ইমরান হোসেন বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: ৩৪)।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • রাকিবুল হাসান আশিক (২৬), পিতা: শাহিদ মোল্যা, গ্রাম: ছত্রকান্দা, শেখর ইউনিয়ন

  • মো. সামিউল ইসলাম (২২), পিতা: রবিউল ইসলাম, গ্রাম: গঙ্গানন্দপুর

  • মো. হামিম শেখ (২০), পিতা: মো. অহিদুজ্জামান, গ্রাম: রামদেবনগর

থানা সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-গ ২২-২৩১৮ নম্বরের একটি প্রাইভেটকার তিন যাত্রী উত্তরার কাওলা এলাকা থেকে বোয়ালমারী বাজার যাওয়ার কথা বলে ভাড়া নেয়। ভোরে শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ব্রিজের উপর পৌঁছালে তারা চালক ইমরান হোসেনের গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ইমরানকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ইমরান থানায় এসে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “মামলা দায়েরের পরই আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করি। পরে গাড়ির অবস্থান শনাক্ত করে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করি এবং তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!