AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেললাইন ধরে হাটতে গিয়ে ট্রেনের কাটায় যুবক নিহত


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৮:২৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

রেললাইন ধরে হাটতে গিয়ে ট্রেনের কাটায় যুবক নিহত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে সজল মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩ টার দিকে তার মরদেহ উপজেলার  দৌলতকান্দি রেলস্টেশন সংলগ্ন জয়নগর রেলক্রসিং এলাকা থেকে উদ্ধার করে।

নিহত সজল ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে তিনি।

রেলওয়ে পুলিশ  জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি রেলস্টেশন সংলগ্ন জয়নগর রেলক্রসিং অতিক্রম করছিল।  এসময় এ রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় সজল মিয়া ট্রেনটির চাকায় কাটা পড়েন।

স্থানীয়দের ভাষ্যমতে ওই ব্যক্তি রেললাইনে হাঁটছিলেন।  এ সময় তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ছিল ও কেটে যায়। রেললাইন ধরে হেঁটে যাওয়া কয়েকজন ব্যক্তি তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

দুপুর আড়াইটার দিকে স্থানীয় লোকজন রেললাইনে লাশ পড়ে থাকার খবর জানালে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনাস্থলে যান। সাড়ে ৩টার দিকে অজ্ঞাত অবস্থায় তাঁর মরদেহ  উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তিনি।

তাঁর মরদেহ রেলওয়ে ফাঁড়িতে এনে পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশনকে (পিবিআই) খবর জানানো হয়। পরে পিবিআইয়ের সদস্যরা এসে তাঁর নাম-পরিচয় শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে, তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!