AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে জুয়েলারি দোকানে তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৯:০১ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ে জুয়েলারি দোকানে তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

পঞ্চগড় জেলা শহরের একটি স্বর্ণের দোকানে তালা ভেঙে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে শহরের গিনি হাউজ জুয়েলার্স নামের ওই দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, চোরেরা প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

দোকানের মালিক লব বণিকের একমাত্র মেয়ের বিয়ের আয়োজন চলছিল একই দিন। একদিকে বাড়িতে উৎসব, অন্যদিকে দোকানের সমস্ত স্বর্ণালঙ্কার চুরি হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, পঞ্চগড় জেলার সব জুয়েলারি দোকান দিনভর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার ভোর ৫টা ৫৪ মিনিটে ১১ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা কয়েক মিনিটের মধ্যেই দোকানে রাখা সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। চোরদের মধ্যে কিছুজনের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগের মুখ খোলা ছিল। তবে তাদের কারো পরিচিত মুখ ছিল না।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, পঞ্চগড়-এর সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি বলেন, “ফজরের নামাজের পর দায়িত্বরত গার্ডরা বাড়ি চলে যান। সেই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র তালা কেটে দোকানে ঢুকে সমস্ত স্বর্ণ নিয়ে যায়। দোকান মালিক থানায় অভিযোগ দিয়েছেন। আমরা এই ঘটনার প্রতিবাদে আজ জেলার সব জুয়েলারি দোকান বন্ধ রেখেছি।”

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!