মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তাঁর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
এ সময় অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মৌলভীবাজারসহ সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপার এবং পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মো. আমিনুল ইসলাম শ্রীমঙ্গলে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন, এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই পুরস্কার স্থানীয় জনগণ ও থানার প্রতি আস্থার প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :