কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ভোরের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় তিন যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। দুর্ঘটনার পর দুজন জীবিত থাকলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।
রেলওয়ে পুলিশের ইনচার্জ সোহেল মোল্লা বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা গেছেন। ঠিক কোন ট্রেনটি দুর্ঘটনার সময় সেখানে ছিল তা শনাক্তের চেষ্টা চলছে।”
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :