মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে বিচার শুরু হয়েছে। চার্জ শুনানি শেষে ৪ আসামির বিরুদ্ধে আগামী ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জ শুনানি হয়। পরে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক। এসময় প্রধান অভিযুক্ত হিটু শেখসহ ৪ আসামিকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ বৃহস্পতিবারে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :