AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুষ কেলেঙ্কারিতে জড়িত নাজিরকে স্থায়ী বরখাস্তের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৩:৩৫ পিএম, ২৩ এপ্রিল, ২০২৫

ঘুষ কেলেঙ্কারিতে জড়িত নাজিরকে স্থায়ী বরখাস্তের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্ত ও আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ‘লালমনিরহাটের সচেতন নাগরিকবৃন্দ’।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন টেলিভিশন ও গণমাধ্যমে ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশিত হয়। এরপর আদালত কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। কিন্তু নিজের অপরাধ আড়াল করতে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মাইকিং করে অপমানজনক প্রচারণা চালান, যা সাংবাদিক সমাজ ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বক্তারা আরও বলেন, “এই নাজিরের স্থায়ী বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের পথে যেতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন—বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হামিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!