নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্ৰামে চার সন্তানের জননী কে ছুরি দিয়ে জবাই করে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার (২৩ এপ্রিল ) সকাল আনুমানিক(১১:০)উপজেলর নারান্দি গ্ৰামের মোঃ আঃ রব মিয়ার স্ত্রী মোসাম্মৎ সুলেখা (৩৫)কে নিজ হাতে ছুরি দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মোসাম্মৎ সুলেখা বেগম আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের টোটারবাগ নয়াপাড়া গ্রামের মোঃ আব্দুল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,বেশ কয়েকদিন যাবত তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল।তাঁরই জের ধরে ২৩শে এপ্রিল বুধবার সকালে স্বামী রব মিয়া নিজ হাতে তার স্ত্রীকে ছুটি দিয়ে জবাই করার পর পেঁচামেচিতে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে নিহতের লাশ দেখতে পান। এলাকাবাসী পুলিশকে খবর দিলে, ঘটনা স্থল থেকে নিহতের স্বামীকে আটক করে পুলিশ।
এলাকাবাসী জানায়, মোঃ রব মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। কিন্তু মোঃ রব মিয়ার শাশুড়ি বলেন ,তার মেয়ের জামাই মানসিক সমস্যা ছিল না।
এই বিষয়ে নারায়ণগঞ্জ (গ) সার্কেল এসপি মেহেদী ইসলাম জানান, আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক অবস্থায় সে হত্যার বিষয়টি স্বীকার করেছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়া দিন।এছাড়াও রব মিয়া কে আমাদের কাছে প্রতিবন্ধী মনে হয়নি।
একুশে সংবাদ//ন.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :