নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে করে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামীর আব্দুর রউফ মিয়ার (৫৫) বিরুদ্ধে ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুলেখা কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ বছর আগে কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সাথে একই উপজেলার নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রউফ মিয়ার বিয়ে হয়। তাদের ৪টি কন্যা সন্তান রয়েছে । রউফ মিয়া একজন কাপড় ব্যবসায়ী। কয়েক বছর আগে সে মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার দিন স্বামী-স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভিতরেই সুলেখাকে জবাই করে হত্যা করে রব মিয়া। স্ত্রীকে হত্যা করে হাতে ছুরা নিয়ে বসে থাকে পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গনপিটুনি দেয়।
হত্যার ঘটনায় আড়াইহাজার থানা ওসি এনায়েত জানান,স্বামী স্ত্রী মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহল চলছিল। তারই ধারাবাহিকতায় হত্যা করে। ঘাতক রউফ মিয়াকে জনতা আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
একুশে সংবাদ// রূ.না.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :