নাটোরের লালপুর উপজেলার চকবাদেকুলপাড়া গ্রামে বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতিতে আইনজীবীসহ তিনজন আহত হয়েছেন। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
ডাকাতির শিকার বাড়ির মালিক অ্যাডভোকেট সাধন কুমার দাস (৫০), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং রিপনের স্ত্রী সুমী রানী (২৫) ডাকাত দলের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন।
পরিবার সূত্রে জানা যায়, মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে হানা দিয়ে অ্যাডভোকেট সাধন কুমার দাসকে বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা।
আহতদের মধ্যে অ্যাডভোকেট সাধন ও রিপনকে আশঙ্কাজনক অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, "রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।"
একুশে সংবাদ// লা.না.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :