AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযান, দু‍‍ই ভারতীয় নায়িকার আটক



চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযান, দু‍‍ই ভারতীয় নায়িকার আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে দু‍‍` ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার দিনগত রাত ১২ টার সময় জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)। 

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত ১২ টার সময় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৮ নং হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর হতে ভারতীয় নাগরিক পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাসকে (২৫) আটক করে। 

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিলো। আটককৃত ভারতীয় নাগরিকদেরকে জেলার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।



একুশে সংবাদ/চু.প্র//এ.জে

Shwapno
Link copied!