AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বম্ভরপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ
০৩:২২ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

বিশ্বম্ভরপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গোলচত্বর এলাকায় উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. আব্দুল হাইয়ের কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় সলুকাবাদ ইউনিয়নবাসীর ব্যানারে চালবন পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল হাই, জেলা কৃষকদলের সদস্য মো. আব্দুল আজিজ মড়ল, জেলা শ্রমিকদলের সদস্য লতিফুর রহমান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নবী হোসেন, উপজেলা বিএনপি নেতা হাদিছ মিয়া, যুবদল নেতা সাইফুল ইসলাম, জামায়াত নেতা ইয়াছিন মিয়া ও রওশন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুক মিয়া এবং ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সাব্বির প্রমুখ।

বক্তারা জানান, গত ২১ এপ্রিল সোমবার দুপুর ১২টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা চত্বর থেকে বাঘবেড় বাজারের নিলামের উদ্দেশে ১৯ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই ও তার কয়েকজন ব্যবসায়ী অংশীদার। পথে ফতেপুর ইউনিয়নের মুক্তিখলা মল্লিকপুর গ্রামের রনেল মিয়া, মনির মিয়া ও কবির মিয়াসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত আব্দুল হাইকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বিষয়টি ওসিকে মৌখিকভাবে জানান। পরে বিকেলে বিশ্বম্ভরপুর থানায় রনেল, কবির ও মনিরসহ আরও ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

তবে তিন দিন অতিবাহিত হলেও মামলা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে মামলা আমলে নিয়ে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মুখলেছুর রহমান জানান, সেদিন বাঘবেড় বাজারের নিলাম ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, যা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মীমাংসা করা হয়। তিনি আরও বলেন, ঘটনার সময় গোলচত্বরে আবারো ধস্তাধস্তির অভিযোগ উঠলেও পুলিশ ছিনতাইয়ের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। চূড়ান্তভাবে ছিনতাইয়ের সত্যতা না পাওয়ায় মামলাটি এফআইআরভুক্ত করা হয়নি।

 


একুশে সংবাদ//সু.প্র//এ.জে

Shwapno
Link copied!