AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙা জোনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:০৬ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

মাটিরাঙা জোনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙা জোনের দায়িত্ব পূর্ণ এলাকার সরকারি দপ্তরের সকল কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা করেছে ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের হল রুমে মাসিক এ সমন্নসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল কৌশিক জাহান। 

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল কৌশিক জাহান বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্যঞ্চ‌লের শান্তি সম্প্রীতি রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ ধারাবাহিকতা অব্যহত রাখতে জোনের আওতাধীন এলাকার সা‌র্বিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে সব রকম তথ‌্য দি‌য়ে সেনাবা‌হিনীকে সহ‌যো‌গিতা কর‌তে সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা নবাগত জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ খান, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক শেখ কামরুজ্জামান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার এিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক চৌধুরী,মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হাসিবুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল প্রমূখ।


একুশে সংবাদ//খা.প্র//এ.জে

Shwapno
Link copied!