পটুয়াখালীর বাউফলে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ২ হাজার ১শ জন কৃষকের মাঝে এ কার্যক্রম সম্পন্ন করা হবে এবং জনপ্রতি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ প্রমূখ।
একুশে সংবাদ//বা.প.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :