AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৭:৫৬ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় প্রতিবেশীেরা বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় চম্পা বেগম নামে এক অসহায় মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার আমলসার ইউনিয়নের হাট কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে চম্পা বেগমের ভাসুর কছির উদ্দিন জানান, আমাদের জায়গা দিয়েই তারা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল। আমরা তাদের চলাচলের জায়গা রেখেই নতুন ঘর নির্মাণ করছিল। তারা জোরপূর্বক চলাচলের জন্য বড় রাস্তা চাই। না দেওয়ায় এ কাজে তারা বাঁধা দেয়। আজ ভোর সকালে লুৎফর মোল্যা, কামরুল ইসলাম, তারিক মোল্যা, রফিক মোল্যা, তাফসির মোল্যা, শুকুর মোল্যা, তমসেল মোল্যা, সোনা মোল্যা, আতিক মোল্যা, শাওন মোল্যাসহ ৩০ থেকে ৪০ জন আমার ছোট ভাই মৃত মফিজুর রহমানের স্ত্রী চম্পা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। 

এ বিষয়ে কামরুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই দীর্ঘ ৪০ বছর ধরে ওখানে বসবাস করে আসছে। ওই বাড়িতে চলাচলের জন্য পথ দাবি করে আসছে। কিন্তু তারা কারো কথা মানছেই চাই না। পথের জন্য আমাদের লোকজন আজ তাদের নতুন নির্মাণ ঘরের কিছু অংশ ভেঙে দিয়েছে। তাছাড়া লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


একুশে সংবাদ//শ্রী.মা.প্র//এ.জে
 

Shwapno
Link copied!