বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজনীতিতে ত্যাগ-তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো নেতাকর্মীরাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আজও প্রাসঙ্গিক। বিএনপি ভদ্রলোকদের দল, আর আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী ও নিপীড়নকারী দল। তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের ছাত্র গণআন্দোলনের পর দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের আত্মত্যাগ ও নিষ্ঠার খোঁজখবর নিচ্ছেন। বিএনপির রাজনীতি কলুষিত হতে দেওয়া যাবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং পরিচালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, মো. শামীম খান, নুর কায়েম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
একুশে সংবাদ//সি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :