AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিয়ে সংবাদ প্রকাশ, ৪ সাংবাদিককে লিগ্যাল নোটিশ


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
১০:২৯ এএম, ২৬ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিয়ে সংবাদ প্রকাশ, ৪ সাংবাদিককে লিগ্যাল নোটিশ

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ৪ সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন। সাংবাদিকরা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং বাকস্বাধীনতা খর্ব করার একটি চেষ্টা।

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ, এক্স-রে মেশিন অকেজো, আল্ট্রাসনোগ্রাফি ও পানি সংকটসহ জনবল ঘাটতি নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ২১ এপ্রিল ডা. মুজাহিদুল ইসলাম চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ এনে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশ পাওয়া সাংবাদিকরা হলেন:

  • গনেশ পাল (দৈনিক জনকণ্ঠ)
  • শামীম আহসান মল্লিক (দৈনিক ভোরের দর্পণ)
  • মেজবাহ ফাহাদ (দৈনিক ইনকিলাব ও খুলনা টাইমস)
  • এম. পলাশ শরীফ (দৈনিক পূর্বাঞ্চল)

নোটিশে দাবি করা হয়, তারা ডা. মুজাহিদুল ইসলাম ও প্রধান সহকারী রেজোয়ান হোসেনের কাছে সাংবাদিকতার অজুহাতে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং তা না পাওয়ায় ৬ এপ্রিল ‘অসত্য সংবাদ’ প্রকাশ করেছেন। তবে অভিযুক্ত সাংবাদিকরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে ২৩ এপ্রিল স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠি প্রেসক্লাব সভাপতির বরাবর পাঠানো হয়, যেখানে বলা হয়—কিছু সাংবাদিক মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।

এদিকে মোরেলগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছেন, জনস্বার্থে সত্য প্রকাশ করাই সাংবাদিকদের দায়িত্ব। অথচ স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা ঢাকতেই এখন সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

সংশ্লিষ্ট বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ. এস. এম. মাহবুবুল আলম বলেন, “মোরেলগঞ্জ হাসপাতালের সমস্যা দীর্ঘদিনের, সমাধানের চেষ্টা চলছে। তবে সাংবাদিকদের লিগ্যাল নোটিশের ব্যাপারে আমি অবগত নই। সরকারি কর্মকর্তাদের আইনগত ব্যবস্থা নিতে হলে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় কিনা—সে বিষয়ে নিশ্চিত না।”

প্রসঙ্গত, প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ৫০ শয্যার হাসপাতালটিতে সাড়ে তিন বছর ধরে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন এক্স-রে মেশিন স্থাপন হলেও তা এখনও চালু হয়নি। আল্ট্রাসনোগ্রাফি সেবা নেই বললেই চলে। সম্প্রতি পানির মোটর মেরামত করে সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে।

 


একুশে সংবাদ//মো.বা.প্র//এ.জে

Shwapno
Link copied!