বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাহসী নেতা ও বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুজ্জামান রতন আর আমাদের মাঝে নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এ্যাব ও কেআইবি`র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
শোকবার্তায় তিনি বলেন, "মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত দোষ-ত্রুটি ক্ষমা করে দেন, নেক আমলগুলো কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।"
তিনি আরও বলেন, "তার মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তির যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনও পূরণ হওয়ার নয়। সত্য, ন্যায়নিষ্ঠা ও নীতিবান এই কর্মকর্তা আমাদের জাতীয় জীবনে চলার পথে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। দুঃসময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠায় তার অপরিসীম ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি।"
একুশে সংবাদ//ন.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :