রাজধানীতে ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ২০২৫ - ২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। উন্নয়নের প্রার্থীদের ভোট দিবেন, জানিয়েছেন ভোটাররা।
শনিবার (২৬ এপ্রিল) সংসদ ভবন সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮২ জন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
`মঈন-জোবায়ের পরিষদ`-এর পক্ষে সভাপতি পদে মঈন উদ্দিন আহম্মেদ (মঈন), সাধারণ সম্পাদক পদে মোঃ জোবায়ের আলম, সহ-সভাপতি পদে মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে মীর আতাহারুল ইসলাম এবং সদস্য পদে মোঃ তাজুল ইসলাম, মোঃ তোতা মিয়া, মোঃ হাসান ব্যাপারী, শ্রী খগেন বাবু, মোঃ হাবিবুর রহমান, মোঃ মাসুদ আহাম্মদ ও কে এফ রহমান হিরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবং `পান্নু-কবির পরিষদ`-এর পক্ষে সভাপতি পদে মোঃ রেজাউল করিম পান্নু, সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ কবির উদ্দিন, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ আলম, কোষাধ্যক্ষ পদে মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ মনসুর আলী মন্ডল, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মানিক মিয়া, মহি উদ্দিন চৌধুরী (বাবু), মোঃ সামসুল আলম (আজাদ), মোঃ মিরাজ মাহমুদ ও মোঃ শফিক সিকদার প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালে উপস্থিত একাধিক প্রার্থী ও ভোটার একুশে সংবাদকে জানান, সকাল থেকেই সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলে। গাড়ি ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনেক প্রার্থীই আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে পুরাতন গাড়ি ব্যবসা আরও গতিশীল হবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রার্থীরা বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আমরা প্রার্থীরা সকলেই একে অপরের আপনজন। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করব। এই নির্বাচন কমিশনার নির্বাচনকে সুষ্ঠ করার জন্য সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন।
ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উন্নয়ন কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিব।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে
আপনার মতামত লিখুন :