AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির পদ নিয়ে সংঘর্ষ, যুবদল নেতার মাথা ফাটালেন প্রার্থীর ছেলে


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৩:৪২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৫

তিতাসে বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির পদ নিয়ে সংঘর্ষ, যুবদল নেতার মাথা ফাটালেন প্রার্থীর ছেলে

কুমিল্লার তিতাসে কলাকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও সভাপতি পদকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মাথা ফাটানোর ঘটানো ঘটেছে।

কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ও যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারের ছেলে মো. সোহাগ সরকার তার ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আহত হাবিব সরকার বর্তমানে উপজেলার কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদে রয়েছেন এবং কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর উওর পাড়া গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক প্রস্তুতি মূলক মতবিনিময় সভা করছিলেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভূঁইয়া। সভা চলাকালীন সময়ে কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকার এর ছেলে মো. সোহাগ সরকার উপস্থিত হয়ে নেতাকর্মীদের সামনেই অতর্কিত ভাবে ইট দিয়ে যুবদল নেতা হাবিব সরকারের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে দু‍‍`পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

ঘটনার বিষয়ে কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহত হাবিব সরকার বলেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের বিষয়ে সম্মেলন কে সামনে রেখে সভাপতি ও সেক্রেটারি পদের প্রার্থীদের সঙ্গে দলীয় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিতাস উপজেলা বিএনপির আহবায়ক এর উপস্থিতিতে আলোচনা সভা চলছিল সভায় যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারও উপস্থিত ছিলেন হঠাৎ ওনার ছেলে সোহাগ সরকার লোকজন নিয়ে সভায় উপস্থিত হয়ে নেতাকর্মীদের সামনেই আমার ওপর হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। আল্লাহ এর বিচার করবেন। কি কারনে সে আমার ওপর হামলা করলো আপনারা সাংবাদিকরা তদন্ত করে বের করুন। আমি চিকিৎসার জন্য ঢাকা চলে যাচ্ছি পরে কথা হবে।

ঘটনায় অভিযুক্ত সাবেক যুবদলের সভাপতি মোয়াজ্জেম সরকারের ছেলে মো. সোহাগ সরকার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। কমিটি গঠনের জন্য প্রস্তুতি মূলক আলোচনা সভা চলছিল। সেখানে ৫জন প্রার্থী পাওয়া যায় সভাপতি পদে। সেখানে আমার বাবা মোয়াজ্জেম সরকার সভাপতি পদপ্রার্থী ছিলেন। পরে ৫জনকে নিজেদের মধ্যে সমাঝোতা করার জন্য একত্রিত করা হলে হঠাৎ হাবিব সরকার ও তার লোকজন আমাদের ওপর ইট পাটকেল ছুরে মারতে থাকে তখন তাদের ইটের আঘাতেই হাবিবের মাথা ফেটে যায়। আমি সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম এর বেশি কিছু না। হাবিব সরকার আগেই তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করে রেখেছিল।

এবিষয়ে তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভূঁইয়া বলেন, প্রস্তুতি মূলক সভায় কথা কাটাকাটি হয় অন্য কিছু না, মারামারি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেইটা আমি জানি না জানতে হবে। আপনি তো উপস্থিত ছিলেন সভায় প্রতিবেদকের এমন প্রশ্নে শুধুমাত্র হুম বলে সে ফোন কেটে দেন।

 

একুশে সংবাদ//তি.কু.প্র//এ.জে

Shwapno
Link copied!