দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ফুলতলা বাজারে ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও: আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো: সায়েদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আজিম উদ্দিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোস্তাকিম আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মো: আলাউদ্দিন, ফুলতলা শ্রমিক কল্যাণের সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা যুব বিভাগ সভাপতি মো: আব্দুল মুমিন, ফুলতলা যুব ইউনিট সভাপতি আফিফুর রহমান, ফুলতলা উলামা বিভাগ সভাপতি মাও: আব্দুল হাকিম প্রমুখ।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :