একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান—বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অথচ এসব আন্দোলনের সুফল ভোগ করেছে দেশের ভণ্ড ও ভাওতাবাজ রাজনীতিকরা—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
তিনি বলেন, “আগে ফ্যাসিবাদী শাসনামলে যেভাবে চাঁদাবাজি ও চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল, এখনো সেই অবস্থা বহাল রয়েছে। তাই সমাজ পরিবর্তনে ছাত্র-জনতা ও বীর জনতাকেই নেতৃত্ব দিতে হবে।”
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে মুক্তমঞ্চে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হাসান বাবু, জেলা জাগপার সাধারণ সম্পাদক সাহরিয়ার বিপ্লব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।
একুশে সংবাদ//প.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :