মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষেক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন।
শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম ছরোয়ার এবং এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি খোন্দকার আবু নঈম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ধলু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আলী বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ//শ্রী.মা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :