বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় নারিকেল বাড়িয়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, গত ৮ এপ্রিল রাতে ইউনিয়ন যুবদল নেতা সাইফুল দিহিদার (২৮) বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে মিন্টু হাওলাদারের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। সাইফুলের চিৎকারে এগিয়ে আসা আরও ৬-৭ জন বিএনপি কর্মীকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হামলার পর হামলাকারীরা নারিকেল বাড়িয়া বাজারে তিনটি দোকান ভাঙচুর করে এবং দুটি বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যায়।
আহতদের মোরেলগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইফুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বর্তমানে খুলনা সিটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
এ ঘটনায় সাইফুলের চাচাতো ভাই হানিফ দিহিদার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মিন্টু হাওলাদারকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
হামলার ঘটনার পর থেকে বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মামুন খান, নেতা কবির শিকদার, ইউপি সদস্য মনির শিকদার, মহিলা দলের সভানেত্রী চামেলী আক্তারসহ বিভিন্ন পেশার মানুষ।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশিদ জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় একটি সভা করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়জন জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
একুশে সংবাদ//মো.বা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :