গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈশাখী মেলায় যাদুর প্যান্ডেলে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর বসানোর অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী প্যান্ডেল ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের কৈ কাশদহ গ্রামের মোটেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈশাখ উপলক্ষে জাকির মিয়া ও গোলজার মেম্বারের উদ্যোগে সাত দিনের মেলার আয়োজন করা হয়। দিনে দোকানপাট, যাদু ও ম্যাজিক শো চললেও রাতে যাদুর প্যান্ডেলে চলত নাচ-গান ও অশ্লীল নৃত্য। পাশাপাশি জমজমাট জুয়ার আসরও বসতো। বিষয়টি বন্ধের দাবি জানালেও আয়োজক কমিটি কর্ণপাত না করায়, ক্ষুব্ধ এলাকাবাসী জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমানের নেতৃত্বে প্যান্ডেল ভেঙে আগুন ধরিয়ে দেয়।
এ সময় মো. মাজেদুর রহমান অভিযোগ করেন, "এই অসামাজিক কার্যকলাপে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও থানা পুলিশের যোগসাজশ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার সব জুয়ার আসর বন্ধ করতে হবে," বলে হুঁশিয়ারি দেন তিনি।
রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার জানান, তিনি মেলার বিষয়টি জানতেন না। পরে চকিদারের মাধ্যমে খবর পেয়ে ব্যবস্থা নিতে সহায়তা করেছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. হাকিম আজাদ জানান, মেলার বিষয়ে পুলিশ আগে থেকে অবগত ছিল না। বিকেলে খবর পেয়ে রাত নয়টার দিকে মেলা বন্ধ করে দেওয়া হয়। তবে প্যান্ডেলে আগুন লাগানোর সময় পুলিশ উপস্থিত ছিল না। তিনি দাবি করেন, উপজেলায় কোনো জুয়ার আসর চলছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্ববাস বলেন, "বৈশাখী মেলার জন্য কোথাও কোনো অনুমতি দেওয়া হয়নি।"
একুশে সংবাদ//সু.গা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :