বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার অন্তর্গত ৬টি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এর নির্বাচনী তপশীল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন শনিবার (২৬ এপ্রিল) জুড়ী কলেজ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তিনটি পদে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসব মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনের আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, নির্বাচন কমিশনের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনের সদস্য মোঃ আব্দুল মালিক।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জায়ফরনগর ইউনিয়ন বিএনপি নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপি নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ফুলতলা ইউনিয়ন বিএনপি নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সাগরনাল ইউনিয়ন বিএনপি নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপি নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনী তপশীল অনুযায়ী রবিবার (২৭ এপ্রিল) ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাচাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সোমবার (২৮ এপ্রিল) আপীল গ্রহণ, আপীল শুনানি ও নিষ্পত্তি করা হবে। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এদিকে নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ০২ মে ফুলতলা ইউনিয়ন বিএনপির ভোটগ্রহণ ফুলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ০৩ মে সাগরনাল ইউনিয়ন বিএনপির ভোটগ্রহণ সাগরাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ০৪ মে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির ভোটগ্রহণ গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মে পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির ভোটগ্রহণ হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ মে পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির ভোটগ্রহণ পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ভোটগ্রহণ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ//জু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :