লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা ও এক ছাত্র সমন্বয়কের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে স্থানীয় নিরীহ লোকজনের সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার (২৬ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মো. জামাল হোসেন, ফিরোজ আলম, রফিকুল মনির, মো. আজিম ও আবুল কাসেম জানান, তারা পৌর এলাকার কালু হাজী সড়কের মজুপুর মৌজার সাবেক দাগ নং ৪৭৫ ও বর্তমান ৮৫২৯ দাগে তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া ২৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আবুল কালাম, আরিফ হোসেন আদু, মো. হানিফ ও রণি সেই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে সেনা ক্যাম্পে অভিযোগ করা হলে মেজর জিয়া উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার পরামর্শ দেন। কিন্তু প্রতিপক্ষরা বৈঠকে না বসে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী আরিয়ান রায়হানের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বেলাল, আমজাদ, রানা ও অন্যদের নিয়ে গত ১৯ মার্চ রাতে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে হামলায় মো. আজিম, সকিনা বেগম, রফিকুল মনির, লিজা ও আজিম উদ্দিন আহত হন।
এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ১৭ এপ্রিল ফের বালু ভরাট করতে গেলে আরিয়ান রায়হান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আরিফ হোসেন আদু, রনি ও হানিফ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বালুবাহী গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে মামলা রেকর্ড করা সম্ভব হয়নি। অবশেষে জামাল হোসেন বাদী হয়ে আদালতে (জিআর মামলা নং ৮৩৯) মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নুরুল ইসলাম আগে পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন এবং যুবলীগ নেতা ও সাবেক মেয়র আবু তাহেরের ছেলে সালাহ উদ্দিন টিপুর বাড়ির দেখভাল করতেন। সরকার পরিবর্তনের পর ছাত্র সমন্বয়ক আরিয়ান রায়হানকে সঙ্গে নিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছেন বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানান এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে ছাত্র সমন্বয়ক আরিয়ান রায়হানের বক্তব্য পাওয়া যায়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আরমান হোসেন জানান, আরিয়ান রায়হান কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন, তবে কমিটি ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন। ব্যক্তিগত কোনো অপরাধের দায় সংগঠন নেবে না বলেও তিনি জানান।
একুশে সংবাদ//ল.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :