সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয়ের পর প্রেমের বন্ধন থেকে বিবাহ শেষে চাঁদপুরে রিতু আক্তার(২০) নামে এক মুসলিম তরুনীর ডাকে সাড়া দিয়ে গোপালগঞ্জ থেকে পালিয়ে এসেছেন আরোহী(১৬) নামের এক হিন্দু নাবালিকা তরুনী।
শনিবার (২৬ এপ্রিল ) দুপুরে সমকামীতার অভিযোগ এনে এই দুই তরুনীকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আরোহী বলেন, আমি ১০ম শ্রেণীতে পড়ি। আমি গোপালগঞ্জের কোটালিপাড়ায় থাকি। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। মা আমার আচরণ অস্বাভাবিক জানিয়ে আমাকে ঘরে তালাবন্ধি করে রেখেছিলো। পরে রিতুর কথায় আমি সুযোগ বুজে চলতি মাসের ৬ এপ্রিল বাসা ছেড়ে পালিয়ে আসি। এরপর রিতুসহ নরসিংদীতে আমার এক বান্ধবীর বাসায় দুজনে থাকি। এরপর ১৭ এপ্রিল ঢাকায় আমাকে বিয়ে করে রিতু। আমি আমার হাতেও রিতুর নামে ট্যাটু লিখেছি। আমি রিতুর সাথে সংসার করতে না পারলে মারা যাবো।
জানা যায়, আরোহী মৃধা হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের নিতাই বাজার এলাকার অনিল মৃধা ও কমলা মৃধার ছোট মেয়ে। সে এর আগেও একবার রিতু আক্তারের কথায় বাসা ছেড়ে বেড়িয়ে এসেছিলো। পরে পুলিশি সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ী ফেরত পাঠানো হয়।
এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জের মেয়ে রিতু আক্তার বলেন,আমার জন্য আরোহী ঘর ছেড়েছে। আমি ওকে বিয়ে করেছি। ওকে আমি কারো কাছে যেতে দিবোনা। আরোহী শুধু আমার।
এ বিষয়ে স্থানীয়রা সারারাতভর বুজিয়েও কোন সুরাহা করতে না পেরে দুপুরে দু‘ধর্মের দু‘কিশোরীকে সমকামিতার অভিযোগ এনে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। রিতু আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জের সকদিরামপুর তালুকদার বাড়ির ইউসূফ মিয়ার মেয়ে।
এই ঘটনায় আইনী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম বলেন, আরোহী নামের হিন্দু নাবালিকা মেয়েটি হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে। মূলত চলতি বছরের জানুয়ারী মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। এক পর্যায়ে তারা গত (১৭ এপ্রিল/২৫) তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তারা আরোও জানায়, আমরা আবেগে নয় বরং মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই। এখন আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে। আমরা তাকে তার বাড়ীতে পাঠানোর উদ্যোগ নিচ্ছি।
একুশে সংবাদ//চাঁ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :