রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে জিহাদ সরদার (২৭) নামে এক যুবকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকালে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, নিহত জিহাদ সরদার স্থানীয় মোশাররফ ডাক্তার হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
নিহতের চাচা কেচমত সরদার জানান, জিহাদ ঢাকায় একটি জাহাজ নির্মাণ কারখানায় কাজ করতেন। গত ২৪ এপ্রিল ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। বাড়িতে এসে কারো সঙ্গে ফোনে কথা বলার পর বেরিয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :