AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামপুরে দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষক ও অসাদুপায় অবলম্বনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার



ইসলামপুরে দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষক ও অসাদুপায় অবলম্বনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের ইসলামপুরে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন শিক্ষক এবং অসাদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) উপজেলার ৪নং চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শিক্ষকদের এবং অসাদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত সহকারী শিক্ষকরা হলেন—ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের নাছিমা বেগম, বেনুয়ার চর এমএইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের মোঃ রহুল আমিন এবং পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার।

কেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষকরা পরীক্ষা চলাকালে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের প্রশ্নোত্তরে সহায়তা করার মতো আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ইসলামপুর উপজেলায় এবারের পরীক্ষায় মাধ্যমিক স্তরে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জনসহ মোট ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে অংশ নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষক এবং অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!