AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিসিবি‍‍`র সেই ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা



টিসিবি‍‍`র সেই ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে টিসিবি‍‍`র পণ্য বিক্রয়ের সময় আটক ডিলার মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাতে পুলিশের উপ-পরিদর্শক মো. আবু সায়েম চৌধুরী বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. আনোয়ার হোসেন উপজেলার গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের টিসিবি‍‍`র ডিলার। তিনি উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে তার দোকান ঘরে টিসিবির পণ্য মজুত রেখে মাঝে মাঝে কার্ডধারীদের বাইরে অবৈধভাবে বিক্রি করতেন। গতকাল শনিবার বিক্রির সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানায়। পরে পুলিশ এসে তার দোকান ঘর থেকে ৩০ কেজির ৪ বস্তা চাল, ৪ কেজি মসুর ডাল, ৮ লিটার সয়াবিন তেল এবং ১৫ কেজি চিনি জব্দসহ তাকে আটক করে। রাতেই হরিরামপুর থানার উপ-পরিদর্শক মো. আবু সায়েম চৌধুরী বাদী হয়ে ডিলারের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, অবৈধভাবে টিসিবি‍‍`র মালামাল মজুত করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। রবিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!