বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক গুলশান আরা রুবীর গ্রন্থের পাঠ আলোচনা ও পাণ্ডুলিপি প্রকাশনের রজতজয়ন্তী উপলক্ষে এক সুহৃদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় হবিগঞ্জের মোঘল রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ আড্ডার আয়োজন করা হয়। সিলেটের পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে এবং সাহিত্যকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ, সমাজসেবী এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কবি ও লেখক গুলশান আরা রুবী, কবি সালেহ আহমদ, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, কবি জাহানারা জায়গীরদার, সৈয়দা হাসনা আক্তার, রাজিয়া নিলুফার আজাদ, বাছিত ইবনে হাবীব, শাহাদাত আলিম, নাজমুল আনসারী, এডভোকেট আব্দুল মুকিত অপি এবং মফিক মোহাম্মদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি জীবন কৃষ্ণ সরকার, লেখক আল-আমিন সালমান, সাংবাদিক জালাল জয়, জেনারুল ইসলাম ও ফুল মিয়া।
বক্তারা বলেন, গত দুই যুগ ধরে পাণ্ডুলিপি প্রকাশন সৃজনশীল সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ, উপন্যাস, বিজ্ঞান ও শিশু সাহিত্যের পাশাপাশি বাংলা, ইংরেজি, আরবি ও নাগরী ভাষায় বই প্রকাশ করে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রাখছে।
পাণ্ডুলিপি প্রকাশনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী কবি গুলশান আরা রুবীর একাধিক গ্রন্থের পাঠ আলোচনা হয়। তাঁর সাহিত্যচর্চা এবং বহুমাত্রিক প্রতিভার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী মিজানুর রহমান।
এদিন সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশের ১৬ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে ছিলেন—কবি গুলশান আরা রুবী, প্রিন্সিপাল কবি কালাম আজাদ, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কবি সালেহ আহমদ, গবেষক মফিক মোহাম্মদ, শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, তরুণ লেখক আল-আমিন সালমান ও সাহিত্যকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :