AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর খণ্ডিত মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৫:৩৬ পিএম, ২৭ এপ্রিল, ২০২৫

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর খণ্ডিত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ইকবাল হোসেন (৩০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ইকবাল হোসেন। তবে তার পরিবার দাবি করছে, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে রেললাইনের ওপর মরদেহ রেখে দিয়েছে। নিহত ইকবাল হোসেন উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ, জিআরপি এবং পিবিআই তদন্ত শুরু করেছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের অদূরে রেলগেইটের পাশ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে, নিহতের পরিবার এসে মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ইকবাল শ্বশুরবাড়ি ভেড়াছড়া গ্রামে যান। পরদিন শনিবার বিকেলে বাড়ি ফিরতে রওনা দেন। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি। ইকবালের সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইকবালের স্ত্রী রিমা (২৫) বলেন, “আমার স্বামী শনিবার আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আমাদের ৬ মাস আগে বিয়ে হয়েছিল এবং আমার পেটে ৩ মাসের সন্তান রয়েছে। আমার স্বামীর সঙ্গে কখনও কোনো সমস্যা হয়নি। তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান না, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

নিহত ইকবালের বাবা মো. ইলিয়াস মিয়া বলেন, “আমার ছেলের হত্যার বিচার চাই। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া হোক।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, “গতকাল শনিবার ইকবালের পরিবার থানায় জিডি করেছে, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। মরদেহটি হাত-পা বিচ্ছিন্ন এবং শরীর ছিন্নভিন্ন অবস্থায় ছিল। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!