মানিকগঞ্জে ২১ দিনব্যাপী অনুর্ধ ১৪ বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
মানিকগঞ্জ ক্রীড়া সংস্থা সংলগ্ন জলাশয়ে ২১ দিন (২৮ এপ্রিল-১৮ মে) ব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে ২ ঘন্টা ব্যাপী চলবে এই প্রশিক্ষণ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক আব্দুল মোমিনসহ অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :