সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হন।
রবিবার (২৭ এপ্রিল) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল সালাম গরু নিয়ে আলমসাধুতে করে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার মির্জাপুর এলাকায় গাড়ির এক্সেল ভেঙে গেলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল সালাম নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
নিহতের মরদেহ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :