সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিসসংলগ্ন মুচির দোয়ানি এলাকা থেকে একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ডের পাঠানো বিবরণীতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালান। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা বনের ভেতরে পালিয়ে গেলেও সাঁড়াশি অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত এবং আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন।
কোস্ট গার্ড জানায়, আটক বিল্লালের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এছাড়া সুন্দরবনসহ উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম চালু রয়েছে, যা সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
একুশে সংবাদ//বা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :