রাজশাহীর তানোর উপজেলায় পাট আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০ জন কৃষকের মাঝে এসব প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রথমবারের মতো উপজেলায় পাট চাষে প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রতিটি কৃষককে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউএনও লিয়াকত সালমান কৃষকদের উদ্দেশে বলেন, “তানোরে পাটের আবাদ কম হলেও এটি লাভজনক একটি চাষ। খরচ কম, লাভ বেশি। আপনারা যাতে পাট চাষে সফল হন, যাতে অন্য কৃষকরাও আগ্রহী হন, সে দিকটা মাথায় রেখে কাজ করবেন।”
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ কৃষকরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//তা.রা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :