মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ফলজ গাছ উপরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে সুন্দরবন সংলগ্ন মরা নদী নামক স্থানে অবস্থিত সবজি বাগানে এ ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ হোসেন।
কৃষক আহমদ হোসেন জানান, রোববার ভোরের কোন এক সময় আমার সবজি বাগানে কে বা কারা ঢুকে সবজি বাগানের শতাধিক সবজি গাছ উপচে ফেলেছে। এছাড়াও সবজি বাগানে ছাগল ও গরুর প্রবেশ ঠেকানোর জন্য ভেড়া সাথে যুক্ত করে দেয়া নেট খুলে নিয়েছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, এর আগে গত (১৫ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা সবজি বাগানে পরিকল্পিত ভাবে আগুন দিয়ে আধাপাঁকা ঘরসহ আট হাজার চটি ও সাড়ে চার হাজার সবজির চারা পুড়িয়ে ফেলে ছিল। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছিল।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমি থানা পুলিশকে অবগত করেছি। আমার সাথে একই ইউনিয়নের কাটাবিল এলাকার কিছু লোকের সাথে পূর্ব বিরোধ ছিল, হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনায় আমি সর্বশান্ত হতে চলেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
একুশে সংবাদ//মৌ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :