AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা



রাঙ্গুনিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আইন সহায়তা তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা চৌকি আদালত রিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে আদালন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি চট্টগ্রাম কাপ্তাই সড়ক ইছাখালী‍‍`র বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা চৌকি আদালত রিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি বিচারক ফারহান সামিন‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি‍‍`র বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ওসি তদন্ত সুজন হালদার। 

মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অদিতি দাশ, রাঙ্গুনিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল কুদ্দুস মানিক, এডভোকেট এছানুল হক এহসান, এড. আবু বক্কর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা চৌকি আদালত রিগ্যাল এইড এর প্যানেল লইয়ার এডভোকেট নির্মল কুমার দাশ প্রমুখ।


একুশে সংবাদ//চ.প্র//এ.জে

Shwapno
Link copied!