AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীকে মারপিট সহকারি শিক্ষকের অপসারনের দাবি


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৪:০১ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীকে মারপিট  সহকারি শিক্ষকের অপসারনের দাবি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় সহকারী শিক্ষক লিলি আক্তারের অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার বেলা ১২টায় ২৪০ নং দৈবজ্ঞহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী অভিভাবকরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে অভিভাবক ভূক্তভোগী হাসিনা বেগম, শিক্ষার্থী নন্দিতা দাস, রুকাইয়া আক্তার, ইয়াসিন সরদার, আরাফাত সরদারসহ একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিলি আক্তার ওই বিদ্যালয়ের ৩য় শ্রেনী শিক্ষার্থী ফারজানা আক্তারের সাথে সহকারি শিক্ষকের মেয়ের সাথে কথার কাটাকাটির বিষয়কে নিয়ে শিক্ষক লিলি আক্তার শিশু শিক্ষার্থী ফারজানাকে সম্প্রতি প্রচন্ডভাবে মারপিট করে এতে কানে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। চিকিৎসা নিয়েও এখনও সুস্থ হয়নি। এছাড়াও ওই শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একাধিক অভিভাবকদের সাথে প্রতিনিয়ত দ্যুব্যবহার ও উগ্র আচরণ করে আসছেন। শিক্ষক হিসেবে তার এ ধরনের অসাদচরণের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট শিক্ষক লিলি আক্তারের অপসারনের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিহিদার আসলাম আলী বলেন, তার বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিলি আক্তার কর্তৃক শিশু শিক্ষার্থী ফারজানাকে মারপিটের ঘটনাটি তার মা তাকে জানিয়েছেন। তিনি তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা করে না পেরে তার ক্লাষ্টার সহকারি শিক্ষা অফিসারকে অবহিত করেছেন। অভিভাবকদের সাথে দুব্যবহারের কারনে ৪ জন শিক্ষার্থী  ইতোমধ্যে বিদ্যালয় ছেড়ে অন্যত্র চলে গেছেন।  

বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লিলি আক্তার বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ বানোয়াট। তাকে স্কুল থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

 এ সর্ম্পকে ওই ক্লাষ্টারের সহকারি শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা বলেন, দৈবজ্ঞহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীকে মারপিটের বিষয়টি তিনি অবহিত নন। তবে, এলাকায় মানববন্ধনের ভিডিও চিত্রের মাধ্যমে জেনেছেন। ইতোপূর্বে সহকারি শিক্ষকের এ ধরনের আচরনে তার বিরুদ্ধে শোকজ করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

 


একুশে সংবাদ//বা.প্র//এ.জে

Shwapno
Link copied!