AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ



সাতক্ষীরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি এরপর ডিপ্লোমা নাই ডিপ্লোমাকে ডিগ্রি সমান চাই এ দাবিতে ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্টারের পদত্যাগের এক দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবির পক্ষে অবস্থান নেন।
বক্তারা অভিযোগ করেন সম্প্রতি ঢাকায় বিএনএমসির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তারা এ হামলার জন্য বিএনএমসির রেজিস্টারকে দায়ী করে বলেন তার পরোক্ষ মদদেই এই হামলা চালানো হয়েছে। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি দাবি করেন।
বক্তারা আরও বলেন, দেশের নার্সিং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে। ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত করে দেওয়া হচ্ছে যা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলছে। অবিলম্বে ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির সমমানে উন্নীত করতে হবে এবং রেজিস্টারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন, চিকিৎসা সেবা বন্ধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে সাতক্ষীরা সদর হাসপাতালের ইন্টার্ন নার্স মোঃ শাহাদত হোসেন, সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ আব্দুল আলিম, শিক্ষার্থী নূর আক্তার, দ্বিতীয় বর্ষের মোঃ আবু সাঈদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী বৃষ্টি আচার্য্যসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে রাজপথ অচল করে দেওয়া হবে।

 

একুশে সংবাদ//সা.প্র//এ.জে

Shwapno
Link copied!