AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ



চাঁদপুরে বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

চাঁদপুর শহর এলাকার গুণরাজদীতে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আপন নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (২৭ এপ্রিল ) দুপুরের দর্জিঘাট ও ইসলামপুর গাছতলা এলাকার দেশ এনার্জি বিদ্যুৎ কেন্দ্রের পাশে ডাকাতিয়া নদীতে সে নিখোঁজ হয়। আপন পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।সৌম্য দীপ সরকার আপন মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের ছেলে। তার বাবা হাজীগঞ্জের মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনার খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস ও চাঁদপুর কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

এলাকা সূত্রে জানা যায়, ডাকাতিয়া নদীর ওই স্থান দিয়ে এপার থেকে ওপার সাঁতরে যাবার জন্যে তারা কয়েক বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। তিন বন্ধু উপরে উঠে আসলেও আপন নামে ওই শিক্ষার্থী নদীতে ডুবে যায়।

এ ঘটনা নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা পরে জানতে পেরে দুর্ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

 

একুশে সংবাদ//চাঁ.প্র//এ.জে

Shwapno
Link copied!